আজকের জোকস : জটিল সমস্যা সমাধানের উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৯ নভেম্বর ২০২০

জটিল সমস্যা সমাধানের উপায়
হিমেল এসেছেন চিকিৎসকের কাছে। চেম্বারে ঢুকেই বললেন-
হিমেল: স্যার, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর ক্ষুধা পায় না।
চিকিৎসক: তাই না কি! তাহলে তো জটিল সমস্যা আপনার। একটু দাঁড়ান।
হিমেল: আচ্ছা।
চিকিৎসক: এখানে দু’টি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমানোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।

****

স্ত্রীর দুই ঠোঁটে পট্টি
রাস্তায় হোঁচট খেয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে আঘাত লাগায় স্ত্রীকে নিয়ে বিল্লাল গেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক ওষুধ দিয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে একটি পট্টি মেরে দিয়ে বললেন-
চিকিৎসক: আর কোনো সমস্যা নেই। কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বিল্লাল: দুই ঠোঁটে পট্টি মেরে দিতে ফি কত দিতে হবে?

****

অফিসের মিটিংয়ে ঘুম পায়
চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক যুবক। প্রশ্নকর্তা তার কাছে জানতে চাইলেন-
প্রশ্নকর্তা: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে?
উত্তরদাতা: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।