আজকের কৌতুক : ৬ মাসে লাখ টাকা আয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ০২ নভেম্বর ২০২০

৬ মাসে লাখ টাকা আয়
এক নতুন উকিলকে তার বন্ধু জিজ্ঞেস করলো-
বন্ধু: কী হে, কেমন আয় হচ্ছে?
উকিল: ৬ মাসে লাখ টাকা হয়েছে।
বন্ধু: বলিস কি? কিভাবে?
উকিল: হ্যাঁ শোন, প্রথম মাসে এক টাকা, আর বাকি পাঁচ মাসে পাঁচটি শূন্য।

****

অফিসে নিয়মিত দেরী
অফিসে নিয়মিতভাবে দেরী করে হাজিরা দেওয়ার জন্য ম্যানেজার এক কর্মীকে অনেকক্ষণ বকাঝকা করে বললেন-
ম্যানেজার: আশা করি, এটা আমার শেষ বকুনি হবে, যাও।
কর্মী: কেন স্যার, কাল থেকে কি আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন?

****

দামি ট্রেনের নিচে আত্মহত্যা
দামি পোশাক পরা সম্ভ্রান্ত চেহারার এক ভদ্রলোক রেল স্টেশনের কাছে দাঁড়ানো দুই গ্রাম্যলোক দেখে জিজ্ঞেস করলেন-
ভদ্রলোক: এখন কোন ট্রেন আসবে?
গ্রাম্যলোক: স্যার, এখন মালগাড়ি আইবো।
ভদ্রলোক: এরপর কোন গাড়ি আসবে?
গ্রাম্যলোক: এরপর আইবো একটা লোকাল ট্রেন।
ভদ্রলোক: কোনো স্পেশাল ট্রেন আসবে না?
গ্রাম্যলোক: ইসপিশাল তো স্যার চইলা গেছে কখন। ক্যান, আপনে কই যাইবেন?
ভদ্রলোক: যাবো না, আত্মহত্যা করতে এসেছিলাম। তা আর হলো না।
গ্রাম্যলোক: ক্যান হইলো না স্যার?
ভদ্রলোক: বুঝলেন, আমার মত লোক তো আর যে-সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারে না।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।