আজকের কৌতুক : মানুষ যেভাবে বদলে যায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২০ অক্টোবর ২০২০

মানুষ যেভাবে বদলে যায়
শিক্ষক: মানুষ পরিবর্তনশীল- এর প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র: আমি পারব স্যার?
শিক্ষক: বলো।
ছাত্র: আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিতো; তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন; তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন; এখন তিনি দুলাভাই।

****

ডাক্তারের চেম্বারে প্লাস চিহ্ন কেন?
দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন-
রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?
ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?

****

বোমা উদ্ধারের পর যা হলো
বাবু আর হাবু গেছে এক জায়গায় বোমা নিষ্ক্রিয় করতে। সেখানে গিয়ে তারা তিনটি বোমা পেল। সেগুলো নিয়ে ফিরে আসার সময় বাবু বলল-বাবু: হ্যাঁরে, যেতে যেতে যদি রাস্তায়ই একটা বোমা ফেটে যায়, তাহলে কী করবি?
হাবু: আরে এত চিন্তা করছিস কেন?
বাবু: তাহলে কী করবো, বল না?
হাবু: একটু বানিয়ে বলে দেব যে, আমরা আসলে দুটি বোমাই পেয়েছিলাম।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।