আজকের জোকস : গরু-ছাগলের তর্ক-বিতর্ক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৭ অক্টোবর ২০২০

গরু-ছাগলের তর্ক-বিতর্ক
এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল। কথা কাটাকাটি শুরুর পর একপর্যায়ে গরু ছাগলকে বলছে-
গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু।

তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো-
ছাগল: আপনাকে দেখে মনে হচ্ছে, আপনি একটা ছাগলের মতো কথা বলছেন।

****

শিলং কোথায় অবস্থিত?
ছেলে মনযোগ দিয়ে ভূগোল পড়ছে। পাশের চেয়ারে বাবা খবরের কাগজে ডুবে আছেন। ছেলে জানতে চাইলো-
ছেলে: বাবা, শিলং কোথায়?
বাবা: তোর মাকে জিজ্ঞেস কর। ঘরের কোন জিনিস কোথায় রাখে, আমি কি জানি?

****

ডাকাতের কেন অধঃপতন হলো?
উকিল: তুমি দোকানে ঢুকে একটামাত্র জামা চুরি করলে কেন? অনেক জামা-কাপড় তো নিতে পারতে।
আসামী: ভুল হয়ে গেছে স্যার, আসলে চুরি-চামারি তো কোনদিন করিনি।
উকিল: তাহলে জেলার সব ক’টা থানায় তোমাকে দাগি আসামি বলে উল্লেখ করা আছে কেন?
আসামি: আমি চুরি করি না বলেছি। কিন্তু ডাকাতি যে করি না, একথা তো বলিনি স্যার।

এসইউ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।