আজকের কৌতুক : ছেলেকে বিয়ে না করার উপদেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৩ অক্টোবর ২০২০

ছেলেকে বিয়ে না করার উপদেশ
বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন-
বাবা: শোন বাবা, তোকে একটা কথা বলি।
ছেলে: বলো বাবা।
বাবা: বিয়ে করা মানেই নরকে যাওয়া। যদি সুখ-শান্তিতে থাকতে চাও তাহলে জীবনেও বিয়ে করো না।
ছেলে: চিন্তা করো না বাবা, আমি তোমার উপদেশ কখনো ভুলবো না। আমার ছেলেকেও এই উপদেশ দিয়ে যাব।

****

বরের মাসিক আয় কত?
মেয়ের বাবা: আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।
ছেলে: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক-ওদিক করে...
মেয়ের বাবা: হাজার খানেক। জানো, আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাতখরচই পায় এক হাজার টাকা।
ছেলে: নিশ্চিত আয় বলতে আমি ওটাই মিন করছি।

****

ভিক্ষুকের ফেসবুক আইডি
রাস্তায় এক ভিক্ষুককে দেখে এক নারী বলছে-
নারী: এই তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে!
ভিক্ষুক: হ্যাঁ ম্যাডাম, কালকেই না আপনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন! আর আমার প্রোফাইল পিকচারে কমেন্টও দিছেন।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।