আজকের কৌতুক : শ্যালিকাকে যা বললেন দুলাভাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১১ অক্টোবর ২০২০

শ্যালিকাকে যা বললেন দুলাভাই
মেয়ে: আম্মু, ছোট খালা মনে হয় মানুষ না!
মা: মানুষ না মানে!
মেয়ে: না আম্মু, আমি নিজ কানে শুনেছি।
মা: কী শুনেছিস?
মেয়ে: আব্বু না খালার নাকে হাত দিয়ে বলছে, ‘তুমি একটা পরি’।

****

সারা জীবনের গ্যারান্টি ছিল
রেডিওর দোকানে এক খদ্দের এসে রেগেমেগে বলল-
খদ্দের: এই রেডিওটা বিক্রির সময় আপনি সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলেন।
মালিক: তো, কী হয়েছে?
খদ্দের: কিন্তু দু’বছরও তো গেল না।
মালিক: সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম ঠিকই; তখন আপনার স্বাস্থ্য খুবই খারাপ ছিল।

****

বড় মাছ ধরার মানে কী?
ভদ্রমহিলা: খোকা, তোমার বাবা কী করেন?
শিশু: আমার বাবা একজন মাছ শিকারি।
ভদ্রমহিলা: কিন্তু আমি তো শুনেছি, তোমার বাবা একজন শেয়ার ব্রোকার।
শিশু: না, না! আমি যতবার বাবার অফিসে গেছি, দেখেছি।
ভদ্রমহিলা: কী দেখেছো?
শিশু: বাবা কারও সাথে ফোনে কথা বলছেন আর হেসে হেসে বলছেন, ‘স্যার, আরেকটা বড় মাছ ধরেছি!’

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।