আজকের জোকস : খাবার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৫ অক্টোবর ২০২০

খাবার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া
এক লোক তার স্ত্রীকে ইংরেজি শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শেখার জন্য চেষ্টা করছে। একদিন দুপুর বেলা সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল-
স্ত্রী: এই নাও তোমার ডিনার।
স্বামী: তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকে ডিনার বলে না, বলে লাঞ্চ।
স্ত্রী: তুমি গাধা, তোমার চৌদ্দগোষ্ঠী গাধা। এগুলো গতরাতের বাসি ভাত দিয়েছি। তাই এটা ডিনার, এবার বুঝলে?

****

যে খেলনা কখনো ভাঙে না
এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটি ফেরত দিয়ে বললেন-
ভদ্রমহিলা: আমার টাকা ফেরত দেন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা: কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। এই খেলনা ভাঙা অসম্ভব।
ভদ্রমহিলা: এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে পিটিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।

****

একজন ফুটবল কোচের কাণ্ড!
মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বললেন, ‘ধরো, একটি লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’

ক্লাসের সবচেয়ে পেছন থেকে এক ছাত্র দাঁড়িয়ে বলল, ‘স্যার, তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ হবেন।’

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।