আজকের কৌতুক : খাবারে সাদা চুল কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০

খাবারে সাদা চুল কেন?
পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বলল-
খদ্দের: তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তাই না?
ওয়েটার: আপনি কী করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?
খদ্দের: না, খাবার ঠিকই আছে। তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।

****

রান্না নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া
স্বামী: আজ বাসায় কী রান্না হবে?
স্ত্রী: তুমি যা বল।
স্বামী: আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রী: গতকালই না করলাম?
স্বামী: তাহলে সবজি রান্না কর।
স্ত্রী: বাচ্চারা পছন্দ করে না।
স্বামী: তাহলে কিমা রান্না কর।
স্ত্রী: এটা তো আমি পছন্দ করি না।
স্বামী: পরোটা হলে কেমন হয়?
স্ত্রী: রাতে পরোটা কে খাবে!
স্বামী: তাহলে আজ রান্নাটা হবে কী?
স্ত্রী: তুমি যা বলো, তা-ই হবে!

****

পরান যায় জ্বলিয়া রে
পরান নামে এক থুত্থুরে বুড়ো মারা গেছেন। তাকে শ্মশানে এনে পোড়ানো হচ্ছে। এদিকে শ্মশানের পাশে এক বাড়িতে বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে হৈ-চৈ, প্রচণ্ড জোরে সাউন্ড-বক্সে গান বাজছে।

শ্মশানে বুড়োকে পোড়াতে আসা লোকজন খুব কান্নাকাটি করছিল। হঠাৎ সবাই চুপ হয়ে গেল! কারণ তারা কাঁদবে, না হাসবে, বুঝতে পারছে না!

কারণ বিয়ে বাড়িতে গান বাজছে, ‘পরান যায় জ্বলিয়া রে... পরান যায় জ্বলিয়া রে’।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।