আজকের জোকস : চাকরি হারানোর কারণ কী?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

চাকরি হারানোর কারণ কী?
সদ্য চাকরি হারিয়েছে এক যুবক। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল-
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।

****

বিয়ে না করে জামাই হওয়ার উপায়
এক ছেলে গেল নিজের জন্য মেয়ে দেখতে। দেখাদেখির শেষ পর্যায়ে মেয়ের বাবা বললেন-
মেয়ের বাবা: তো, তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও?
ছেলে: আসলে ঠিক তা নয়। তবে বিয়ে না করে অন্যভাবে জামাই হওয়ার উপায় থাকলে বলতে পারেন।

****

জানালা দিয়ে তরুণীর ঘরে
টেলিফোনের অপরপ্রান্তে এক তরুণীর কণ্ঠ শোনা গেল-
তরুণী: একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
অপরপ্রান্ত: এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
তরুণী: এটা যে ফায়ার বিগ্রেড অফিস, তা জেনেই আমি ফোন করেছি। আসলে ছেলেটার আরও একটু বড় মই দরকার।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।