আজকের কৌতুক : স্বামীর উন্নতির পেছনে কার হাত?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

স্বামীর উন্নতির পেছনে কার হাত?
রাজু: এই যে আজ আমার এত টাকা-পয়সা, বল তো আমার এই উন্নতির পেছনে কার হাত সবচেয়ে বেশি?
সাজু: কার?
রাজু: তোর ভাবির।
সাজু: কিভাবে?
রাজু: মানিব্যাগটা তো পেছনের পকেটেই থাকে।

****

বাংলাদেশে গণ্ডার নেই কেন?
মনোবিদ: আপনি না কি ঘুমানোর আগে খুব জোরে বাঁশি বাজান?
রোগী: না বাজিয়ে উপায় নেই ডাক্তার সাহেব। এই বাঁশির শব্দ শুনেই তো গণ্ডারগুলো ভয় পেয়ে যায় আর আমাকে আক্রমণ করতে আসে না।
মনোবিদ: কিন্তু বাংলাদেশের আশেপাশে শত মাইলের মধ্যে তো কোনো গণ্ডার নেই।
রোগী: আমার বাঁশির শব্দ শুনে পালিয়েছে!

****

ট্রেনের টিকিট কাটতে বিশাল লাইন
ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল-
লোক: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।

এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন-
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোক: না ভাই।
আমি: কেন?
লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।