আজকের কৌতুক : চাকরি বাঁচানোর কৌশল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০

চাকরি বাঁচানোর কৌশল
দুই ড্রাইভার বসে আড্ডা দিচ্ছে—
প্রথম ড্রাইভার: কিরে, শুনলাম তোর না-কি চাকরি যায়যায় অবস্থা! আজকেও দেখি গাড়ি নিয়ে বের হয়েছিস! বসরে ক্যামনে হাত করলি?
দ্বিতীয় ড্রাইভার: হে হে, ঘটনা আছে! চাকরি যাওনের কথা শুইনাই ইচ্ছা কইরা দামি গাড়িটার একটা হেডলাইট দিছিলাম ভাইঙ্গা!
প্রথম ড্রাইভার: তারপর?
দ্বিতীয় ড্রাইভার: তারপর আর কী! বস কইল আগামী ছয় মাসে হেডলাইট ভাঙা বাবদ যত খরচ পড়ে; তত টাকা আমার বেতন থেইকা কাইটা রাখব। তাতে কী, ছয় মাসের জন্য তো চাকরিটা একদম পাক্কা!

****

স্বামী সম্পর্কে মিথ্যা বলল স্ত্রী
স্ত্রী: কী চাই? কাকে দরকার?
ভদ্রলোক: আপনার স্বামীকে দরকার। উনি কি ঘরে আছেন?
স্ত্রী: কেন, কী দরকার শুনি?
ভদ্রলোক: না, মানে, সামান্য কিছু টাকা...
স্ত্রী: নেই, সাহেব বাড়িতে নেই। গতরাতে তিনি লন্ডন গেছেন।
ভদ্রলোক: ওনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। সেটা শোধ করতে এসেছিলাম।
স্ত্রী: ও হ্যাঁ, কাল লন্ডন গিয়েছিলেন। তবে আজই সকালে ফিরেছেন।

****

আসল গরিব চেনার উপায়
বিরাট ধনির আদুরে মেয়ে পরীক্ষার হলে গিয়ে দেখল, গরিবদের ওপর রচনা লিখতে হবে। সে লিখতে শুরু করল:
‘এক দেশে খুবই গরিব একটি পরিবার ছিল। বাবা গরিব, মা গরিব, বাচ্চারাও গরিব। বাড়িতে ৪ জন কাজের লোক ছিল, তারাও গরিব। তাদের বিএমডব্লিউ গাড়িটাও ভাঙাচোরা ছিল। বাচ্চাদের ছিল পুরোনো আইফোন। বাড়িতে ছিল মাত্র ৪টি সেকেন্ড হ্যান্ড এসি। পুরো পরিবার সত্যিকার অর্থেই গরিব। আসলেই গরিব।‘

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।