আজকের জোকস : স্ত্রীর খোঁজ নিতে স্টেডিয়ামে ফোন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৭ আগস্ট ২০২০

স্ত্রীর খোঁজ নিতে স্টেডিয়ামে ফোন
স্বামী তার গর্ভবতী স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ফোন করবে। কিন্তু সে ভুলে ক্রিকেট স্টেডিয়ামে ফোন করে জিজ্ঞেস করলো-
স্বামী: এখন অবস্থা কেমন?
উত্তর: অবস্থা ভালোই। ৩ জন আউট হইছে। আর আশা করি বাকি ৭ জন লাঞ্চের পরে আউট হবে।

****

একই দোকানে হারমোনিয়াম ও বন্ধুক
হারমোনিয়াম আর বন্দুকের দোকান দিয়েছে আলিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুজন-
সুজন: কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রি-টিক্রি হয়?
আলিফ: হয় মানে? বলিস কী? দুটোই সমানতালে বিক্রি হয়!
সুজন: কীভাবে?
আলিফ: কেউ হারমোনিয়াম কিনলেই ক’দিন বাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!

****

রেস্টুরেন্টে গিয়ে অদ্ভুত আব্দার
একদিন এক লোক রেস্টুরেন্টে গেল-
লোক: এই, গরম কী আছে?
বালক: বিরানি, খিচুরি, তেহারি।
লোক: আরও গরম কী আছে?
বালক: মোগলাই পরোটা, পুরি।
লোক: আরও গরম কী আছে?
বালক: দুধ, চা, কফি।
লোক: আরও গরম কী আছে?
বালক: আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোক: যা এক প্লেট নিয়া আয়।
বালক: কেন? কী করবেন?
লোক: বিড়ি জ্বালামু।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।