আজকের জোকস : স্ত্রীরা আসলে এমনই হয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৫ আগস্ট ২০২০

স্ত্রীরা আসলে এমনই হয়
স্বামী: দুবাই যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামী: আমেরিকা যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামী: প্যারিস যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামী: জাহান্নামে যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রেখো।

****

ম্যাজিস্ট্রেটকে যা বলল পকেটমার
বারবার একই পকেটমার ধরা খেয়ে আসে। তাকে দেখে রেগে গেলেন ম্যাজিস্ট্রেট-
ম্যাজিস্ট্রেট: গতবারও তোমাকে বলেছিলাম যে, আমি চাই না তুমি পুনরায় এখানে আসো।
পকেটমার: স্যার, আপনার এই কথাটি আমি পুলিশকে বলেছিলাম। কিন্তু তিনি তো বিশ্বাস করলেন না।

****

দাদির মৃত্যুর কথা বলে চারবার ছুটি
কর্মচারী: স্যার, একটা দিন ছুটি চাই।
বস: কেন? আবার কী?
কর্মচারী: স্যার, আমার দাদা…
বস: আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।
কর্মচারী: স্যার, এবার আমার দাদার বিয়ে!

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।