আজকের কৌতুক : সমুদ্রের মাঝে আপেল গাছ!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৭ আগস্ট ২০২০

সমুদ্রের মাঝে আপেল গাছ!
শিক্ষক: মনে কর, সমুদ্রের মাঝখানে ১টি আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিঁড়ে আনবে কিভাবে?
ছাত্র: স্যার, পাখি হয়ে উড়ে যাব। তারপর ছিঁড়ে নিয়ে চলে আসব।
শিক্ষক: জলজ্যান্ত ১টা মানুষকে পাখি কে বানাবে শুনি?
ছাত্র: স্যার! সমুদ্রের মাঝখানে আপেল চাষ কে করবে শুনি?

****

অনুষ্ঠানে খাবারের চেয়ে লোক বেশি!
এক কমিউনিটি সেন্টারে ১০০ জনের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ লোক। তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ এ কথা শুনে ৩০-৪০ জন দাঁড়ালো।

এরপর তিনি জিজ্ঞেস করলেন, ‘কন্যাপক্ষ কারা?’ এটা শোনার পর আরও ৪০-৫০ জন দাঁড়িয়ে গেল। এবার তিনি হাসিমুখে তাদের বললেন, ‘দয়াকরে আপনারা বের হয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।’

****

এক বাচ্চার বাবাকে নারীর ফোন
এক নারী একদিন লাভলু সাহেবকে ফোন করলেন-
নারী: হ্যালো, আপনি কি লাভলু সাহেব?
লাভলু: জ্বি।
নারী: আপনার সাথে আমার একটু দেখা করা দরকার।
লাভলু: কেন?
নারী: কারণ আপনি আমার এক বাচ্চার বাবা।
লাভলু: কী বলছেন? আচ্ছা, আপনি কি মাধুরী, চৈতী, আভা, মিলি না-কি জবা?
নারী: না না, আমি আপনার ছেলের স্কুলের শিক্ষিকা!

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।