আজকের কৌতুক : রাস্তায় লালবাতি জ্বলে কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ জুলাই ২০২০

রাস্তায় লালবাতি জ্বলে কেন?
বাবলু রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে যাচ্ছে। একসময় রাস্তার লালবাতি জ্বলে উঠল। কিন্তু বাবলুর থামার কোনো নামগন্ধ নেই। লালবাতি পার হতেই ট্রাফিক পুলিশ বাবলুকে থামিয়ে বললেন-
ট্রাফিক: রাস্তায় লালবাতি জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন না?
বাবলু: দেখেছি।
ট্রাফিক: লালবাতি জ্বলে উঠলে যে থামতে হয়, তা জানেন না?
বাবলু: জানি তো, কিন্তু আপনি যে দাঁড়িয়ে ছিলেন এটা দেখতে পাইনি।

****

বিজ্ঞাপন

বিয়ে না করে জামাই হওয়ার উপায়!
বিয়ে করার জন্য পাত্রী দেখতে গেছে ছেলেপক্ষ। দেখাশোনার পর পাত্রীপক্ষের একজন বললেন-
পাত্রীপক্ষের লোক: মেয়ে আপনারা কেমন দেখলেন?
পাত্র: মোটামুটি ভালোই।
পাত্রীপক্ষের লোক: তো, তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও?
পাত্র: আসলে ঠিক তা নয়। তবে বিয়ে না করে অন্যভাবে যদি জামাই হওয়ার উপায় থাকে, তাহলে বলতে পারেন।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেমিক-প্রেমিকার তুমুল ঝগড়া
প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে। একপর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল-
প্রেমিকা: আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারাজীবন কষ্টে কষ্টে কাটাবে।
প্রেমিক: তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ? না-কি তোমাকে বিয়ে করার কথা বলছ?

এসইউ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।