আজকের কৌতুক : দ্বিতীয় বিয়ে করার কৌশল!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১১ জুলাই ২০২০

দ্বিতীয় বিয়ে করার কৌশল
নান্টু টেলিফোনে বিয়ে করানোর ব্যুরো খুলেছে। তাই প্রচার করছে এভাবে, ‘পাত্র-পাত্রী দেখার জন্য ১ টিপুন। এনগেজমেন্টের জন্য ২ টিপুন। আর বিয়ে করার জন্য ৩ টিপুন।’
তখন এক লোক বলল, ‘ভাই আমি দ্বিতীয় বিয়ে করার জন্য কী টিপুম?’
নান্টু বলল, ‘দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর গলা টিপুন।’

****

নারী বিক্রেতা হলে ক্রেতা বাড়ে
রিনা: আমাকে ২০০ টাকা বাড়িয়ে দিন। না হলে আপনার দোকানে কাজ করতে পারমু না।
মালিক: তোর আগে বাবুলও তো এই দোকানে কাজ করছে। তাকেও তো ১০০ টাকা দিয়েছি। তোকে ৩০০ টাকা দেব কেন?
রিনা: আবুল যখন কাজ করতো; তখন যা কাস্টমার আসতো, আমি আসার পরে তা চারগুণ বেড়ে গেছে। সেই লাভ শুধু আপনি একা ভোগ করবেন, তা কি হয়?

****

আলুর কেজি দশ টাকা
ক্রেতা: আলুর দাম কত?
বিক্রেতা: ১০ টাকা কেজি।
ক্রেতা: এত দাম কেন? আগে না ৬ টাকা ছিল?
বিক্রেতা: আগে দিতাম, এখন দেই না।
ক্রেতা: দুই কেজি আলু দাও।

দোকানদার আলু মেপে দিলো। ক্রেতা আলু নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে।
বিক্রেতা: এই যে ভাই, টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন?
ক্রেতা: আগে দিতাম, এখন দেই না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।