আজকের কৌতুক : নারীরা কখন হাসি-খুশি থাকে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৮ জুলাই ২০২০

কখন নারীরা হাসি-খুশি থাকে?
সন্ধ্যার পর বাবা-ছেলে বসে টিভিতে সিরিয়াল দেখছে। হঠাৎ ছেলে জানতে চাইলো-
ছেলে: মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় ‘আমি যেন এক প্রজাপতি’ সিরিয়ালের সব নারী চরিত্রকে খুব হাসি-খুশি দেখা যায়। এর কারণ কী?
বাবা: এর কারণ হচ্ছে- সিরিয়ালে ওই নারীদের কারোরই শাশুড়ি নেই!

****

রিকশাওয়ালার সঙ্গে তাস খেলা
করোনার ছুটির দিনে নান্টু হাতে কোনো কাজ নেই। বাড়ি থেকে রাস্তায় বের হয়েই সামনে দেখল খালি একটা রিকশা।
নান্টু: মামা, ফ্রি আছ?
রিকশাওয়ালা: দেখতেই তো পারতেছেন, খ্যাপের লাইগা বয়া রইছি। প্যাসেঞ্জার নাই। তার মানে ফ্রি-ই তো!
নান্টু: আমিও ফ্রি আছি। চলো, দুজনে মিলে তাস খেলি।

****

অচেনা মানুষকে হাসানোর চেষ্টা
সকাল বেলা পিন্টুকে নিয়ে এক জ্যোতিষীর কাছে গেলেন পিন্টুর বাবা। জ্যোতিষী সব শুনে বললেন-
জ্যোতিষী: আজকের দিনে অন্তত একজন অচেনা মানুষকে হাসানোর চেষ্টা করুন...
পিন্টু: বুঝলাম না, এইটা কী কইল! এর কারণ কী?
পিন্টুর বাবা: এতে অচেনা লোকটি নিজের সব দুঃখ ভুলে গিয়ে সারাদিন এটাই ভাবতে থাকবে, পাগলটা আসলো কোথা থেকে!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।