আজকের কৌতুক : দুই বান্ধবী বিয়ের প্রস্তাব দিলে কী করবেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৬ জুন ২০২০

দুই বান্ধবী বিয়ের প্রস্তাব দিলে কী করবেন?
মননু: দুই বান্ধবী একই দিনে তোকে প্রস্তাব দিলে কাকে বিয়ে করবি?
কালু: প্রথমেই দু’জনের মধ্যে ঝগড়া-মারামারি লাগিয়ে দেব।
মননু: এরপর যে জিতবে তাকে বিয়ে করবি!
কালু: না, যে হারবে তাকে।
মননু: কেন?
কালু: তাইলে বিয়ের পর ঝগড়া-মারপিটে সব সময় জেতার চান্স থাকবে...
মননু: হায় হায়! কী ভুলটাই না করেছি আমি!
কালু: কী করেছিস?
মননু: যে জিতেছে তাকে বিয়ে করেছিলাম রে...

****

মানুষ চেনার উপায় কী?
হাঁটতে হাঁটতে এক লোক একটি বাড়ির সামনে গিয়ে বাড়িওয়ালাকে বলছেন-
পথিক: আমাকে চিনতে পেরেছেন?
বাড়িওয়ালা: না তো!
পথিক: বলেন কি? আমাকে চিনতে পারলেন না?
বাড়িওয়ালা: আসলে কে আপনি?
পথিক: আমি তো সেই লোক, যাকে গতকালও আপনি চিনতে পারেননি...

****

একজনের রোগের ফল ভোগ করে পরিবার
বস: বাঙালি পারিবারের মধ্যে একজনের জন্য অপরজনের অন্তরের টান এক দুর্লভ জিনিস, তাই না?
নান্টু: জ্বি স্যার!
বস: জ্বি জ্বি না করে উদাহরণ দাও তো।
নান্টু: আপনি টাইফয়েড জ্বরে পরার পর আমরা আপনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম আপেল-কমলা নিয়ে...
বস: হ্যাঁ, গিয়েছিলে।
নান্টু: সেই ফলগুলো কি আপনি নিজে খেয়েছিলেন, স্যার?
বস: না, পরিবারের সবাইকে নিয়েই খেয়েছি তো...
নান্টু: একদম ঠিক, স্যার। মানে, রোগী এক কিন্তু তার ফল বা সুফল ভোগ করে পুরো পরিবার। এরচেয়ে বড় পারিবারিক সম্প্রীতির উদাহরণ আর কী হতে পারে, স্যার...

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।