আজকের জোকস : ‘আদর্শ স্ত্রী’ বিষয়ক আলোচনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৩ জুন ২০২০

‘আদর্শ স্ত্রী’ বিষয়ক আলোচনা
নান্টু: সম্ভবত শোকাবহ ঘটনার কারণে আগামীকাল আমাদের কলেজ বন্ধ ঘোষণা করা হবে?
রনি: কেন কেন? কীসের শোকের ঘটনা!
নান্টু: আজ ক্লাসে দেওয়া প্রিন্সিপ্যাল স্যারের ‘আদর্শ স্ত্রী’ বিষয়ক আধাঘণ্টার বক্তব্য রেকর্ড করেছি। এইমাত্র অডিও ক্লিপটা তার মিসেসকে ইনবক্স করলাম...
রনি: হায় হায়, তুই এইটা কী করলি রে!

****

সঠিক উপায়ে শিশু লালন-পালন
মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন-পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন-
লিলি: মন্টু, কী করছিস ওখানে?
মন্টু: বই পড়ছি মা।
লিলি: এই বই তুই পড়ছিস কেন?
মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমার পালন-পোষণ তোমরা ঠিকঠাক মতো করছো কি-না...

****

বউয়ের কাপড়েও সম্মান করে
পিন্টু: আজকাল দেখছি বউয়ের চেয়ে তার কাপড়-চোপড় থেকেই বেশি ইজ্জত মিলছে!
নান্টু: মানে? এ আবার কেমন কাণ্ড?
পিন্টিু: যা সত্যি, তা-ই বলছি।
নান্টু: ঘটনাটা একটু বুঝিয়ে বল না দোস্ত!
পিন্টু: আরে বোকা, আমি যখনই আলমারি খুলি; তখনই বউয়ের দুই-তিনটা কাপড় লাফ দিয়া আমার পায়ে পড়ে...

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।