আজকের কৌতুক : ওষুধ খেয়ে মনে হয় ভূমিকম্প হচ্ছে!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৮ জুন ২০২০

ওষুধ খেয়ে মনে হয় ভূমিকম্প হচ্ছে!
এক ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক গিয়ে একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবা রে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে মনে হচ্ছে টলছি, আসবাবগুলোও চোখের সামনে দুলছে।
চিকিৎসক: না, না, ওষুধের জন্য নয়, জাপানে এখন ভূমিকম্প হচ্ছে!

****

ওষুধের বিনিময়ে কবর ফ্রি!
চিকিৎসক: টাকা-পয়সা নেই বুঝলাম। কিন্তু আমার ওষুধে যদি সেরে ওঠেন, তাহলে আমাকে কী দেবেন?
রোগী: আমি গরিব মানুষ স্যার, কবর খুঁড়ে খাই। যদি সাইরা উঠি, তাইলে আপনার কবর একদম ফ্রিতে কইরা দিমু, স্যার! কথা দিলাম...

****

হাত তুলতে কষ্ট হয়!
শিক্ষক: আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?
এ কথা শুনে বল্টু ছাড়া ক্লাসের সবাই হাত তুললো। তাই শিক্ষক বল্টুকে উদ্দেশ্য করে বললেন-
শিক্ষক: তুমি হাত তুলছ না কেন?
বল্টু: স্যার, হাত তুলতে কষ্ট হয়!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।