আজকের জোকস : বুদ্ধি ধারালো করার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৭ জুন ২০২০

বুদ্ধি ধারালো করার উপায়
ফেরিওয়ালা: ছুরি-চাকু ধারালো করবেন না-কি... ছুরি-চাকু...
লাল্টু: ভাই, আর কিছু ধারালো করা যায় না?
ফেরিওয়ালা: আর কী ধারালো করতে চান?
লাল্টু: আমার বুদ্ধিও কি ধারালো করা যায় না!
ফেরিওয়ালা: যাবে, তবে সেই বুদ্ধিটা তোমার আছে? সেই বুদ্ধি আগে নিয়ে আসো দেখি...

****

নারীর পেইন্টিং করতে গিয়ে বিপদ
চিত্রশিল্পী: ম্যাডাম, আপনার পেইন্টিংয়ে জড়োয়া হার দিতে বলছেন কেন?
নারী: আপনি করে দিন। সমস্যা কী?
চিত্রশিল্পী: আপনার পোশাক, গেটআপের সঙ্গে এমন হার তো মানাবে না!
নারী: না মানাক, তবুও তেমন ছবি এঁকে দিন!
চিত্রশিল্পী: এমন চিন্তার কারণটা জানতে পারি কি?
নারী: আমি জানি, আমি মারা যাওয়ার পর স্বামী আবার বিয়ে করবে। তখন নতুন বউ এসে আমার এই ছবি দেখবে। এরপর সে এই হার খুঁজবে। না পেয়ে জ্বলতে থাকবে।

****

শিক্ষকের বাইকের চাকা পাংচার
শিক্ষক: ‘আমি তোমাকে থাপ্পর মারলাম’- এর ভবিষ্যৎ কাল কী হবে?
নান্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময় আপনার মোটরসাইকেলের চাকা পাংচার দেখতে পাবেন...

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।