আজকের কৌতুক : বিবাহিত ছাড়া চাকরি দেন না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩১ মে ২০২০

বিবাহিত ছাড়া চাকরি দেন না
বস: আপনি কি বিবাহিত?
প্রার্থী: কেন স্যার?
বস: এ অফিসে অবিবাহিতদের চাকরি দেওয়া হয় না।
প্রার্থী: স্যার, আপনি বিবাহিত ছাড়া কাউকে চাকরি দেন না কেন?
বস: কারণ, বিরামহীন বেইজ্জতি নিরবে সহ্য করার পূর্ব অভিজ্ঞতা শুধু এদেরই থাকে!

****

বউয়ের কারণে পা ভেঙেছে
পল্টুর একটি পা ভেঙেছে। সেই পা নিয়ে হাসপাতালে গিয়ে লাইনে বসে আছে। তার সামনেই আরেকজন লোক বসে আছেন, তার দুটি পা-ই ভেঙেছে। পল্টু তাকে প্রশ্ন করলেন-
পল্টু: ভাই, আপনার কি দুইটা বউ?

****

টিমের ব্যর্থতা নিয়ে ভক্তের হতাশা
বিপিএলের বরিশাল বুলসের চরম ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে তিন ভক্তের মধ্যে-
প্রথম ভক্ত: যত্ত দোষ ওই কোচ বেটার। খেলাতেই পারে না দলটাকে, কী কোচিং দেয় কে জানে!
দ্বিতীয় ভক্ত: আরে না, সব দোষ স্কোরারদের। স্কোর করা তারা ভুলেই গেছে। এখানে কোচের দোষ কী?
তৃতীয় ভক্ত: আমি আমার বাবা-মা ছাড়া আর কাউকে দায়ী করতে চাই না।

প্রথম দুজন বিস্মিত। একসঙ্গে তারা বলে উঠল, ‘তারা এর জন্য দায়ী হতে যাবেন কেন?’
তৃতীয় ভক্ত: আমার জন্ম এই শহরে না হয়ে অন্য শহরে হলে আমি তো আর এই টিম সাপোর্ট করতাম না...

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।