আজকের জোকস : স্ত্রীকে অপহরণ করায় খুশি হলো স্বামী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৮ মে ২০২০

স্ত্রীকে অপহরণ করায় খুশি হলো স্বামী
দৌড়ে পোস্ট অফিসে ঢুকলো বাবুল। হাঁপাতে হাঁপাতে পোস্ট মাস্টারকে বলল-
বাবুল: স্যার, স্যার আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। সম্ভবত অপহরণ হয়েছে...
পোস্ট মাস্টার: আপনি ভুল করছেন! এটা পোস্ট অফিস, পুলিশ স্টেশন না।
বাবুল: সরি, ভুল হয়ে গেছে! খুশির চোটে কী যে করি, কই যাই- সব ওলটপালট হয়ে গেছে...

****

প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে
কঠিন হিসেবি বাবার সঙ্গে কথা হচ্ছে স্ফূর্তিবাজ ছেলের।
ছেলে: বাবা, গাড়ির চাবিটা দাও।
বাবা: কেন?
ছেলে: পার্টিতে যাবো।
বাবা: যাও, আমার গাড়ি দিয়ে কেন?
ছেলে: তোমার ২০ লাখ টাকার গাড়িতে গেলে আমার প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে।
বাবা: এই নে ২০ টাকা। বাসে করে যা। ৫০ লাখ টাকার বাসে তোর ইজ্জত আরও বেড়ে যাবে।

****

নাছোড়বান্দার কবলে কৃপণ
একদিন বিকেলে নান্টু গেছে তার বন্ধু পিন্টুর বাড়ি। পিন্টু এমনিতেই অনেক কৃপণ। আর নান্টুও নাছোড়বান্দা কম না।
পিন্টু: হালুয়া না পায়েস? কোনটা খাবি দোস্ত?
নান্টু: কেন রে, তোদের বাড়িতে কি প্লেট একটা নাকি?
পিন্টু: না মানে...
নান্টু: দুই প্লেটে দু’টাই নিয়ে আয়।

এসইউ//জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।