আজকের জোকস : চাকরি আর স্ত্রীর মধ্যে মিল কোথায়?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৬ মে ২০২০

চাকরি আর স্ত্রীর মধ্যে মিল কোথায়?
অনেক ছেলেই চাকরি আর স্ত্রীর মধ্যে বেশ মিল খুঁজে পায়। যেমন-
১. দু’টোই একবার নিলে ছেড়ে দেওয়া কঠিন।
২. একটা থাকা অবস্থায় দ্বিতীয়টা নেওয়া কঠিন।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল হচ্ছে-
৩. এ দু’টা ছাড়া বাকি সবই ভালো লাগে...

****

ঘড়ির কাঁটা না চেনা মানুষ
নতুন চাকরকে মনিব বলছেন-
মনিব: সময় কতো হয়েছে দেখ তো!
চাকর: স্যার, আমি তো সময় দেখতে জানি না।
মনিব: আরে গাধা! ঘড়ির দিকে তাকা!
চাকর: তাকাইছি, স্যার!
মনিব: এবার দেখ, বড় কাঁটাটা কোথায় আর ছোটটা কোথায়?
চাকর: আছে স্যার, দুইটাই ঘড়ির মধ্যেই আছে...
মনিব: আরে বলদ, কোনটা কোনখানে আছে সেইটা দেখ!
চাকর: স্যার, একটা উপরদিকে মুখ কইরা আছে আরেকটা নিচের দিকে!
মনিব: বাপ আমার, মাফ কইরা দে এবার। আমার আর সময় জানতে হবে না! এইভাবে চললে আমার নিজের সময়ই শেষ হয়ে যাবে...

****

তুমিই আমার পুরো দুনিয়া!
স্বামী: আমি তোমাকে ভালোবাসি!
স্ত্রী: আমিও তোমাকে ভালোবাসি! আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমি দুনিয়ার সঙ্গে লড়তে পারবো।
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়তে থাকো...
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছো আমার পুরো দুনিয়া!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।