আজকের কৌতুক : ঝড়-বৃষ্টির মধ্যেও বাইরে কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৫ মে ২০২০

ঝড়-বৃষ্টির মধ্যেও বাইরে কেন?
নান্টু সদ্য বিয়ে করেছে। হাতে তখনো মেহেদির চিহ্ন। একদিন তুমুল ঝড়-বৃষ্টি হচ্ছে। এমন দুর্যোগেও তাকে রাস্তায় দেখা গেল। একটি নামি পিজার দোকানে দৌড়ে গিয়ে ঢুকলো ছাতা গুটাতে গুটাতে। সেলসম্যান পিজার বক্স তার হাতে দিতে দিতে প্রশ্ন করল-
সেলসম্যান: আপনি বিবাহিত মনে হচ্ছে...
নান্টু: না হলে কোন মা তার ছেলেকে এই কেয়ামতের মধ্যে বাইরে পাঠায়! তা-ও একটা পিজার লাইগা! কও দেহি মিয়া...

****

চালাকি করতে গিয়ে ধরা
একই ক্লাসে পড়ে রেবা ও দীপন। সহপাঠির প্রতি দুর্বল দীপক। বিষয়টি বুঝে রেবা মাঝেমধ্যেই মজা নেয় তার সঙ্গে। একদিন তেমনি মজা নিতে গেল রেবা-
রেবা: গতকাল তোমার জন্য আমি রাঁখি নিয়ে এসেছিলাম। তুমি হাতে বাঁধতেই দিলে না! কেন?
দীপন: সেই ভুল শোধারাতেই তো আজ তোমার জন্য মঙ্গলসূত্র নিয়ে এসেছি। তুমি নিশ্চয়ই না করবে না!

****

নিয়োগ দেন, কাজ আমি দেব
বস: সরি! আপনাকে চাকরি দিতে পারছি না। দেওয়ার মতো কোনো কাজই নেই আমার কাছে।
প্রার্থী: স্যার, আপনি শুধু আমারে নিয়োগ দেন।
বস: তাতে কী হবে?
প্রার্থী: আপনাকে আমি প্রত্যেকদিন কাজ দেব। কাজ দিতে দিতে পেরেশান করে মারবো...

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।