আজকের জোকস : বিয়ের পর সবাইকে ভালোবাসবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, ২৪ মে ২০২০

বিয়ের পর সবাইকে ভালোবাসবে
ছেলের প্রতি বাবার উপদেশ- ‘অতি আদরের কলিজার টুকরা বাপ আমার। জীবন চলার পথে কখনো মনে হতে পারে, তোমার জাঁদরেল শিক্ষক তোমাকে খুবই পেরেশান করে। কিংবা মনে হয়, বাবার আচরণটা খুবই নির্দয় বা মা-টা যাচ্ছেতাই অথবা তোমার অফিসের বস একটা মহা ইডিয়ট। যে কি-না তোমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই জানে না। তবে মন খারাপ করবে না একদম। তাদেরকে বকাও দেবে না মনে মনে। শুধু কিছুদিন সবুর করো, তোমার বিয়েটা হতে দাও। বউ ঘরে আসার পর নিজের বাবা-মা, শিক্ষক, বস- সবাইকে তোমার ফেরেশতা মনে হতে থাকবে, তাদের ভালোবাসতে শুরু করবে তুমি...’

****

এসি কিনে ঠকলেন যেভাবে
গ্রামের মাতুব্বর চিন্তাগ্রস্ত মুখে চায়ের দোকানে বসে আছেন। তার এক বন্ধু জিজ্ঞাসা করলেন-
বন্ধু: কী ব্যাপার? সব ভালো তো!
মাতুব্বর: আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!

****

ঘড়ি থেকে বাতাস বের হয়
এক নারী গেলেন জাদুঘরে। সেখানে তাদের পুরোনো কিছু জিনিস রাখা আছে। ঘুরে ঘুরে জানতে চাইলেন-
নারী: এইখানকার বাকি ঘড়িগুলো কই?
প্রহরী: গুণমান অনুযায়ী এ কমপ্লেক্সের বিভিন্ন অফিসে, ওয়ার্কস্টেশনে রাখা আছে সেগুলো।
নারী: তাইলে বাপু আমার স্বামীর ঘড়িটা কই, একটু দেখাইবা আমারে?
প্রহরী: সেটা তো আমাদের অফিসে রাখা আছে, কেরানীর টেবিলে।
নারী: সেখানে কেন?
প্রহরী: ওটাকে টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করছে বেচারা। ঘড়িটা এত জোরে ঘোরে যে, বাতাস মন্দ বের হয় না...

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।