আজকের জোকস : অতিথিকে গ্রিন টি খাওয়াবেন কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২২ মে ২০২০

অতিথিকে গ্রিন টি খাওয়াবেন কেন?
ঘরে আসা অতিথিকে গ্রিন টি খাওয়ানোর বিশেষ কিছু উপকারিতা আছে। যেমন-
১. নিজেকে অভিজাত আর ধনী মনে হয়।
২. অতিথির সামনে ভাব নেওয়া যায়।
৩. চায়ের সঙ্গে অন্য কিছু দেওয়ার ঝামেলা-খরচ দু’টোই বেঁচে যায়।
৪. দুধ ও চিনির খরচ বেঁচে যায়।
৫. কাপে অল্প পরিমাণেই পরিবেশন করা যায়।
৬. কাপের টুকু কোনোমতে গেলার পর কেউ আর নিতে চায় না।
৭. একবার গ্রিন টি খাওয়ানোর পর অতিথিকে আর আনা যায় না।

****

কুকুর লেজ নাড়ায় কেন?
বসের সঙ্গে কর্মীর সম্পর্ক খুব বেশি ভালো নয়। তাই বসও কর্মীকে নানাভাবে হেয় করতে চান। আর কর্মীও সব সময় বসের প্রশ্নের জবাব দেয় উল্টাভাবে। একদিন বস জানতে চাইলেন-
বস: আচ্ছা বল তো, কুকুর লেজ নাড়ায় কেন?
নান্টু: কারণ লেজটা কুকুরের। আপনার না। তাই ওর লেজ ও-ই নাড়াবে। আপনার সেই ক্ষমতা নেই যে বসে বসে কুকুরের লেজ নাড়াবেন!

****

প্রস্রাবের সঙ্গে চানাচুর কেন?
মতলুর স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার বললেন-
ডাক্তার: আপনার প্রস্রাবের নমুনা নিয়ে আসবেন।
মতলু: কেন?
ডাক্তার: পরীক্ষা করে দেখবো।

পরদিন মতলু প্রস্রাব এনেছেন। সঙ্গে আরেকটি প্যাকেট। ডাক্তারের হাতে দিলেন-
ডাক্তার: সঙ্গে চানাচুর কেন? এটা কে আনতে বলেছে?
মতলু: কেউ বলে নাই! খালি মুখে ওই জিনিস পরীক্ষা করবেন আপনি। তাই ভাবলাম, সঙ্গে একটু চানাচুর হলে ভালো লাগবে...

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।