আজকের জোকস : নারীরা সকালে হাঁটতে বের হন কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২০ মে ২০২০

নারীরা সকালে হাঁটতে বের হন কেন?
কিছু নারী আছেন; যারা স্বামীর শত পীড়াপীড়ি সত্ত্বেও সকালে হাঁটতে বের হন না। কিন্তু যেই দেখেন প্রতিবেশী সুন্দরী ভাবীটি সকালে হাঁটা শুরু করেছেন। তখনই হন্তদন্ত হয়ে শুরু করেন স্বামীর পাশে হাঁটাহাঁটি-দৌড়াদৌড়ি। এটাকে বলা হয় কমপোলসারি হার্ট বার্নিং ওয়াক।

****

দুনিয়াটাই বেহেশত হয়ে যায়
১ম বন্ধু: পরকালে শান্তি পাবে কে?
২য় বন্ধু: যে স্বামী তার স্ত্রীকে ভয় পেয়ে, সমঝে চলে। তার জন্য পরকালে শান্তি অপেক্ষা করছে।
১ম বন্ধু: কিন্তু যেই পুরুষের কলিজায় বউয়ের ডর নাই, তার জন্য কী রয়েছে?
২য় বন্ধু: আরে তার জন্য তো দুনিয়াটাই বেহেশত হয়ে যায়।

****

থাকো তোমার সংসার নিয়ে
স্ত্রী: আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। থাকো তুমি তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
স্ত্রী: তাহলে এই বাচ্চা-কাচ্চা কার কাছে থাকবে?
স্বামী: বাচ্চা-কাচ্চাও আমাদের মতো ওদের মায়ের কাছে চলে যাবে।
স্ত্রী: তুমি আসলেই একটা বদমাশ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।