আজকের জোকস : বিখ্যাতদের সঙ্গে সেলফি তোলার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৮ মে ২০২০

বিখ্যাতদের সঙ্গে সেলফি তোলার উপায়
১ম বন্ধু: আগের দিনে নতুন পরিচিত বা বিখ্যাত কারো সঙ্গে দেখা হলে লোকজন কী করতো?
২য় বন্ধু: তার মুখোমুখি বসার বা দাঁড়ানোর চেষ্টা করতো।
১ম বন্ধু: এখন কী করে?
২য় বন্ধু: এখন তার পাশাপাশি থাকতে চায়।
১ম বন্ধু: কেন?
২য় বন্ধু: সেলফি তুলতে।

****

নায়ক হলে সমস্যা কী?
লাল্টু: তোর মেয়ের বিয়ের তারিখ পাকা হয়েছিল না দুই বছর আগে?
নান্টু: হুম।
লাল্টু: তো এখনো বিয়েটা হচ্ছে না কেন?
নান্টু: কী করবো দোস্ত, জামাই তো পেয়েছি নায়ক!
লাল্টু: নায়ক হলে সমস্যা কী?
নান্টু: সমস্যা একটাই- বারবার খালি সিডিউল ফাঁসায়...

****

স্বপ্নে দেখা হীরার নেকলেস
স্ত্রী: স্বপ্নে দেখলাম, ওই হীরার নেকলেসটা তুমি আমাকে কিনে দিচ্ছো।
স্বামী: আমিও একই স্বপ্ন দেখলাম। তবে আমার স্বপ্নটা একটু লম্বা ছিল।
স্ত্রী: তো, তুমি কী দেখলে পরে?
স্বামী: আমি বিল দিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে তোমার বাবা আমার হাত চেপে ধরলো।
স্ত্রী: তারপর কী হলো?
স্বামী: তিনি বললেন, জামাই বিলটা আমাকেই দিতে দাও।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।