আজকের জোকস : বিদ্যুৎ না থাকলেও টিভি দেখা যায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৪ মে ২০২০

বিদ্যুৎ না থাকলেও টিভি দেখা যায়
নতুন টিভি কিনে আনলেন একজন। হঠাৎ তার মনে পড়ল একটি বিষয়। তাই টিভি স্টেশনে ফোন করেছেন সেই গ্রাহক-
গ্রাহক: আমি আপনার এইখান থিকা কাইল একটা টিভি কিনছি।
স্টেশন: কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?
গ্রাহক: না কইছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভি দেখা যাইব?
স্টেশন: কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।

****

আজ তো ফাইনাল খেলা
নান্টু: ডাক্তার সাব, ডাক্তার সাব! আমারে বাঁচান!
ডাক্তার: সমস্যা কী?
নান্টু: সমস্যা জটিল। চোখ বন্ধ করলেই দেখি ক্রিকেট খেলায় টাইগাররা হাইরা যাইতাছে...
ডাক্তার: সমস্যা নাই। আজ এই ট্যাবলেট ঘুমানোর আগে দুইটা খাবেন। এভাবে সাত দিন...
নান্টু: ডাক্তার সাব! আগামীকাল থেকে খাই?
ডাক্তার: কেন?
নান্টু: না, মানে। আজ তো ফাইনাল। যদি জিতে যায়...

****

রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?
স্ত্রী: অপারেশনের আগে রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?
স্বামী: রোগীকে অজ্ঞান না করলে শুয়ে থেকে থেকে অপারেশনের সব কায়দা শিখে ফেলবে না!
স্ত্রী: তাতে কী হয়েছে?
স্বামী: এরপর ডাক্তারদের আর কে ডাকবে অপারেশন করার জন্য?
স্ত্রী: হ্যাঁ, তাই তো।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।