আজকের জোকস : ক্লাসে ঘুম এলে যা করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১২ মে ২০২০

ক্লাসে ঘুম এলে যা করবেন
শিক্ষক: ক্লাসে ঘুমাচ্ছিস? সাহস তো কম নয়!
পিন্টু: স্যার ঘুমাই নাই তো...
শিক্ষক: বেঞ্চে মাথা রেখে ঘুমুচ্ছিলি।
পিন্টু: স্যার, কী যে বলেন! আপনে মধ্যাকর্ষণ শক্তি পড়াইতেছিলেন। তাই একটু প্র্যাকটিক্যাল করছিলাম।
শিক্ষক: মানে?
পিন্টু: স্যার, মাথার ভার ছেড়ে দিতেই ঘাড়সহ তা নিচে নেমে যাচ্ছিল। মানে মধ্যাকর্ষণের টানে বেঞ্চে মাথা...

****

আমাকে তুমি মরতে বলছো?
স্ত্রী: আমার চুল সব পেকে সাদা হয়ে যাচ্ছে!
স্বামী: ওহ, হ্যাঁ। তাই তো।
স্ত্রী: সো, হোয়াট শুড আই ডু?
স্বামী: ডোন্ট ওরি। জাস্ট ডাই!
স্ত্রী: হ্যাঁ! আমাকে তুমি মরতে বলছো?

****

কোথায় কারা শান্ত হয়?
প্রশ্নকর্তা: অবিবাহিত যুবকরা কোথায় গেলে শান্ত হয়ে যায়?
প্রার্থী: যেখানে ওয়াইফাই আছে।
প্রশ্নকর্তা: আর বিবাহিতরা কী দেখে শান্ত হয়ে যায়?
প্রার্থী: ওয়াইফ মানে বউয়ের রক্তচক্ষু দেখে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।