আজকের জোকস : ফেসবুকের ফেক আইডিতে প্রেম!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ২৮ এপ্রিল ২০২০

বাবা আর ছেলের সম্পর্ক বন্ধুর মতো। একদিন বাবা গাড়ি চালাচ্ছে, ছেলে পাশের সিটে বসে আছে।
বাবা: ফ্রেন্ড, একটা বিষয় তোমাকে জানাতে চাচ্ছি; তবে বিষয়টা তোমাকে আহত করবে মনে হচ্ছে।
ছেলে: আমিও একটা বিষয়ে তোমার কাছে দোষ স্বীকার করতে চাচ্ছি, দোস্ত। বিষয়টা না বলে স্বস্তি পাচ্ছি না।
বাবা: তো আমিই আগে বলি। আমার না ফেসবুকে আমার চেয়ে বেশি বয়সের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে।
ছেলে: ওটা আমারই ফেক আইডি! পারলে ক্ষমা করিস, দোস্ত!

****

আমি মরে গেলে আবার বিয়ে করবে?
খুব আবেগঘন কথা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। হঠাৎ স্ত্রীর কথায় স্বামীটি কিছুটা হতভম্ব-
স্ত্রী: জানপাখি, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে?
স্বামী: কী বলছো? আমি তো স্রেফ পাগল হয়ে যাবো! তুমি বলছো বিয়ে?
স্ত্রী: লক্ষ্মীটি, অমন করছো কেন? এটা একটা বাস্তববাদী প্রশ্ন। উত্তর সেভাবেই দাও। বলই না দেখি- আমি না থাকলে তুমি বিয়ে করবে কি-না?
স্বামী: আসলে আমি তো তখন পাগল হয়ে যাবো। আর পাগলে কী না করে...

****

স্বামীর পরকীয়া ধরার কৌশল
স্ত্রী: আমি চলে গেলে তুমি আবার বিয়ে করবে?
স্বামী: কী আর করবো? চলতে তো হবে?
স্ত্রী: আমার দামি দামি গয়না তোমার নতুন বউ পরবে?
স্বামী: মন চাইলে পরবে; এতে আমার কী বলার আছে!
স্ত্রী: আমার হীরা বসানো প্রিয় জুতা! ওগুলোও কি তাকে পরতে দেবে?
স্বামী: না, এই ক্ষেত্রে একটু সমস্যা আছে!
স্ত্রী: তার মানে তুমি চাও না, আমার পছন্দের জুতা অন্য কেউ পরুক?
স্বামী: আরে না! ওর পা তো ৬ নম্বর আর তোমার হচ্ছে ৭ নম্বর। হবে না...
স্ত্রী: আমি আগেই সন্দেহ করছিলাম! এতদিনে ধরতে পারলাম তোরে! তিন তলার ওই মডেলের প্রেমে পড়েছিস তুই... আজ তোর একদিন কী আমার একদিন...

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।