আজকের জোকস : বিয়ে করতে কত খরচ হয়?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ২০ এপ্রিল ২০২০

বিয়ে করতে কত খরচ হয়?
১০ বছরের ছেলে রাতুল বাবাকে জিজ্ঞেস করছে-
ছেলে: একটি বিয়ে করতে কত খরচ হয় আব্বু?
বাবা: আমি আসলে ঠিক জানি না বাপ।
ছেলে: কেন জানো না? তুমি কি অঙ্ক পারো না আব্বু?
বাবা: অঙ্ক পারি; কিন্তু খরচ তো এখনো চলছে রে বাবা...

****

টেনশন সঙ্গে নিয়ে ঘুমাবেন না
কামাল সাহেবের রাতে ভালো ঘুম হয় না। তাই বাধ্য হয়ে গেলেন চিকিৎসকের কাছে-
চিকিৎসক: কামাল সাহেব, একটি কথা মনে রাখতে হবে।
কামাল: জ্বি বলুন।
চিকিৎসক: সুস্থ থাকতে হলে রাতে টেনশন সঙ্গে নিয়ে ঘুমাতে যাবেন না, প্লিজ...
কামাল: তাহলে কি বাপের বাড়ি পাঠিয়ে দেব?

****

কীভাবে কাটাচ্ছো এমন দিন
নাতি: দাদা, আগের দিনে তোমরা কীভাবে জীবন কাটিয়েছো! তখন ছিল না টেকনোলজি, প্লেন, কম্পিউটার! ছিল না ইন্টারনেট, টিভি, এসি, গাড়ি, মোবাইল, থ্রি-ডি মুভি। অবাক লাগে দাদু, কীভাবে কাটিয়েছো তোমাদের তারুণ্যের সেসব দিন?
দাদা: ঠিক তোমরা যেমন এখন কাটাচ্ছো! অনুশোচনাহীন, বিবেকহীন, লজ্জাহীন, সৌজন্যহীন, কৃতজ্ঞতাহীন, সমবেদনাহীন, আত্মশুদ্ধিহীন, ছোটদের প্রতি ভালোবাসাহীন আর বড়দের প্রতি শ্রদ্ধাহীন। কীভাবে কাটাচ্ছো তোমরা এমন দিন!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।