আজকের জোকস : বাবার কথায় স্কুলে যাওয়া বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৮ এপ্রিল ২০২০

বাবার কথায় স্কুলে যাওয়া বন্ধ
বিকেলে রাস্তার পাশে বসে গল্প করছে দুই সহপাঠী-
নান্টু: স্কুলে আসা বন্ধ করে দিলি দোস্ত! ঘটনা কী?
লালু: এখন থেকে বাবার সব কথা মানতে শুরু করেছি।
নান্টু: তোর বাবা স্কুলে আসতে নিষেধ করলো তোকে?
লালু: তা করেনি। কিন্তু বাবা সব সময়ই বলেন, একই স্থানে রোজ রোজ গেলে ইজ্জত থাকে না। তাই...

****

ডোনাল্ড ট্রাম্প এখন পাগলা গারদে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলা গারদ পরিদর্শনে গেছেন। এক পাগল তাকে জিজ্ঞাসা করল-
পাগল: কী হে, তুমি কে?
ট্রাম্প: আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাগল: ও আচ্ছা, ব্যাপার না। এখানে আসার পর আমিও সবাইকে এ কথাই বলতাম। একটু পরে দুইটা ডান্ডার বাড়ি পড়লেই ঠিক হয়ে যাবে।

****

ভালোবাসাও সরকারি চাকরির মতো
১ম বন্ধু: কিছু কিছু মানুষের কাছে প্রেম-ভালোবাসাও সরকারি চাকরির মতো।
২য় বন্ধু: কীভাবে?
১ম বন্ধু: তাদের দ্বারা ফাইলও আগে বাড়তে পারে না আর মামলাও বন্ধ হতে চায় না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।