আজকের জোকস : মাদকাসক্ত বাবার এ কেমন উপদেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২২ মার্চ ২০২০

মাদকাসক্ত বাবার এ কেমন উপদেশ
সদ্য কৈশোর উত্তীর্ণ ছেলেকে মাদকাসক্ত বাবা বলছেন-
বাবা: বাপ আমার, মদপান খুব খারাপ, কখনো ছুঁবি না এ জিনিস...
ছেলে: বলছ কী বাবা? তোমার মুখে এ কথা?
বাবা: সংসারের অবস্থা ভালো না রে। একসঙ্গে দু’জনই যদি খাওয়া শুরু করি, তাইলে বাড়ি-ঘর নিলামে উঠতে সময় লাগবে না...

****

বিজ্ঞাপন

ঘটমান অসম্ভব কাল!
ব্যাকরণ ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করলেন-
শিক্ষক: ‘আমার ডিএসএলআর আছে বলার পরও মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না’- এটা কোন কাল?
ছাত্র: স্যার, এটা ঘটমান অসম্ভব কাল!

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাস করলে মোটরসাইকেল
লাল্টু: বাবা, সুসংবাদ আছে।
বাবা: কথা বলে সময় নষ্ট করছিস কেন? তাড়াতাড়ি বল, কী সুসংবাদ!
লাল্টু: তুমি বলেছিলে না, পাস করলে মোটরসাইকেল কিনে দেবে?
বাবা: হ্যাঁ, বলেছিলাম তো...
লাল্টু: তোমার টাকা পুরোটাই বেঁচে গেছে! অভিনন্দন, বাবা...

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।