আজকের কৌতুক : সবজির জ্ঞান ফেরার অপেক্ষায় ক্রেতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০২ মার্চ ২০২০

সবজির জ্ঞান ফেরার অপেক্ষায় ক্রেতা
কালু সবজি কিনতে বাজারে গেছে। গিয়ে দেখে সবজিওয়ালা সবজির ওপর পানি ছিটাচ্ছে। তা দেখে কালু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরে বলল-
কালু: ওদের কি জ্ঞান ফিরেছে?
দোকানদার: কেন?
কালু: জ্ঞান ফিরলে ওখান থেকে এক কেজি দিয়েন তো।

****

শতবার চুরি করার চেষ্টা
পুলিশ: কী লাল্টু, তোকে না সেদিন ছেড়ে দিলাম। সেদিন তুই প্রমিজ করলি- জীবনে আর চুরি করবি না।
লাল্টু: আমার কোনো দোষ নাই স্যার। সব দোষ কবি-সাহিত্যিকদের।
পুলিশ: মানে, খুলে বল তো।
লাল্টু: সেদিন যাওয়ার পথে এক জানালায় উঁকি দিলাম, দেখি একটা ছেলে পড়তেছে।
পুলিশ: তাতে সমস্যা কী?
লাল্টু: না মানে, পড়তেছে- একবার না পারিলে দেখ শতবার। তাই তো একবার ধরা খেয়েছি তো কী হয়েছে? শতবার চেষ্টা করবো।

****

আপনি অনেক ভালো বউ
সকালে বাবুলের মোবাইলে বউয়ের ফোন এসেছিল। বউ খুব কাঁদছিল। বাবুলকে সরি বলল। কান্না কান্না গলায় সে আরও বলল-
বউ: তোমার সাথে আর কখনো ঝগড়া করবো না। তোমার সব কথাই শুনবো। তুমি যা বলবে তা-ই করবো।

এ কথা শুনে বাবুলের চোখেও পানি এসে গেল। কিন্তু বাবুল জানে না কার বউ ছিল। সে বলল-
বাবুল: সরি, রং নম্বর আপা! কিন্তু আপনি অনেক ভালো বউ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।