আজকের কৌতুক : শীতের রাতে ছিনতাইয়ের নতুন কৌশল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২০ জানুয়ারি ২০২০

শীতের রাতে ছিনতাইয়ের নতুন কৌশল
শীতের রাতে এক পথিকের পথ আগলে ধরলো এক ছিনতাইকারী-
ছিনতাইকারী: যা আছে বাইর কর। দেখছস! কত্ত বড় চাকু।
পথিক: ধুর। এর চেয়ে বড় চাকু দিয়া আমার বউ পেঁয়াজ কাটে। ভাগ এখান থেকে!

ছিনতাইকারী মন খারাপ করে চলে গেল। একটু পরেই আবার ফিরে এলো-
ছিনতাইকারী: যা আছে বাইর কর। দেখছস আমার হাতে কী? মাত্র ফ্রিজ থেকে বাইর করছি। এক মগ ঠান্ডা পানি। দিলাম গায়ে ঢাইল্লা।
পথিক: ভাই আমার! যা আছে সব লইয়া যা। ২ টাকার কয়েনটাও ছাড়িস না।

****

মরার আগে তেলাপোকার আর্তনাদ
একটি তেলাপোকাকে মারতে যাচ্ছে এক লোক। মরে যাওয়ার আগে লোকটিকে তেলাপোকা বলছে-
তেলাপোকা: মেরে ফেল আমাকে কাপুরুষ। আমি জানি, তুই আমার প্রতি ঈর্ষান্বিত। কারণ, তোর স্ত্রী আমাকে ভয় পায় কিন্তু তোকে ভয় পায় না।
লোক: তোকে না মারলে যে আমাকেই মরতে হবে বোকা।

****

শীতে প্রেমিকাকে চেনে না প্রেমিক
প্রেমিক: জান, কী করলে তুমি বিশ্বাস করবে যে, আমি তোমাকে কত্ত ভালোবাসি!
প্রেমিকা: এক্ষুণি ওই পুকুরে ঝাঁপ দিয়ে আধা ঘণ্টা ধরে সাঁতরাও।
প্রেমিক: এই মেয়ে! তুমি যেন কে? আমি তো তোমার ভাইয়া লাগি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।