আজকের জোকস : রোগীর পেটে ডাক্তারের হাতঘড়ি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১২ জানুয়ারি ২০২০

রোগীর পেটে ডাক্তারের হাতঘড়ি
অপারেশনের রোগীকে কয়েকদিন পরে দেখে ডাক্তার বললেন–
ডাক্তার: আরে আপনি! কী খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো?
রোগী: না, কোনো সমস্যা হচ্ছে না। তবে এখন দম নেওয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতর টিকটিক শব্দ হয়।
ডাক্তার: তাই তো বলি, আমার এত দামি ব্রান্ডের হাতঘড়িটা কই গেল?

****

ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন?
ডাক্তার: আপনি বলছেন, আপনি সারারাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন?
রোগী: হ্যাঁ।
ডাক্তার: কতদিন ধরে এটা চলছে?
রোগী: প্রায় এক বছর।
ডাক্তার: হুঁ, কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না?
রোগী: না, ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি।

****

বেশিদিন বাঁচার উপায়
রোগী: ডাক্তার সাব! বেশিদিন বাঁচনের কোনো উপায় আছে কি?
ডাক্তার: যান, বিয়া করেন গিয়া।
রোগী: ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাঁচন যায়?
ডাক্তার: তা বলতে পারব না। তবে বিয়া করার পর আর বেশিদিন বাঁচনের চেষ্টা করবেন না।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।