আজকের কৌতুক : বাড়ি থেকে অতিথি তাড়ানোর উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৬ জানুয়ারি ২০২০

বাড়ি থেকে অতিথি তাড়ানোর উপায়
রানাদের বাড়িতে অতিথি এসেছেন। অতিথিকে শোনানোর জন্য রানা গান গাইতে শুরু করলো। গান শুনে বিরক্ত হয়ে অতিথি বললেন-
অতিথি: তোমার গানের গলা ভালো নয়, তবু তুমি গাও কেন?
রানা: আমি তো গান গাইতে চাই না। তবে মা যখন বাড়ি থেকে অতিথি তাড়াতে চান; তখনই আমাকে গান গাইতে বলেন।

****

অতিথি চলে গেলে সবাই মিলে কাঁদবো
একবার এক বাড়িতে এক অতিথি এলেন। তিনি বেশ পেটুক। ফলে সেদিন যা রান্না হয়েছিল, তার সবই সে একা খেয়ে ফেললেন। বাড়ির লোকজনের জন্য কিছুই অবশিষ্ট রইল না। এমনকি বাচ্চা ছেলেটার জন্যও নয়।

কিছুক্ষণ পর বাচ্চা ছেলেটি কাঁদতে বসে গেল। তাকে কাঁদতে দেখে মা বললেন, ‘এতো তাড়াতাড়ি কাঁদিস না। দাঁড়া অতিথি চলে যাক, তারপর আমরা সবাই মিলে কাঁদব।

****

বাবার স্ত্রীর আপন ছোট ভাই
সমবয়সী ভাগ্নে আর মামা রাস্তা দিয়ে যাচ্ছিল। পথে ভাগ্নের এক বন্ধুর সাথে দেখা-
বন্ধু: এই লোকটা তোদের কী হয় রে?
ভাগ্নে: ইনি আমার বাবার শালা।
বন্ধু: মানে?
ভাগ্নে: মানে ইনি আমার বাবার স্ত্রীর আপন ছোট ভাই।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।