আজকের জোকস : চিনির দাম বেশি হওয়ায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯

চিনির দাম বেশি হওয়ায়
এক কৃপণ লোক ডাক্তারের কাছে গেল ইউরিন টেস্টের জন্য। টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল সাথে নিয়ে বাসায় চলে এলো। তখন তার স্ত্রী এটা দেখে অবাক হয়ে বলল, ‘সে কী? তুমি এটা নিয়ে এলে কেন?’

লোকটি বলল, ‘ডাক্তার বলেছে, আমার ইউরিনে না-কি সুগার আছে। এখন চিনির যে দাম, তাই এটা সাথে করে নিয়ে এলাম।’

বিজ্ঞাপন

****

বুকে যা ছিল খুঁজে পেয়েছেন?
১ম বন্ধু: ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু: গিয়েছিলাম।
১ম বন্ধু: তোর বুকে যা ছিল খুঁজে পেয়েছেন?
২য় বন্ধু: প্রায় সবটাই।
১ম বন্ধু: মানে?
২য় বন্ধু: মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

কীভাবে পয়সাকে টাকা বানাতে হয়
ছেলে: বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব।
বাবা: কীভাবে?
ছেলে: আগামীকাল আমাদের অঙ্কের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবেন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।