আজকের কৌতুক : পশুপ্রীতি আজকাল বেড়ে গেছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ ডিসেম্বর ২০১৯

পশুপ্রীতি আজকাল বেড়ে গেছে
মিলি: বেলির পশুপ্রীতি আজকাল বেড়ে গেছে।
লিলি: কিভাবে?
মিলি: প্রতি সপ্তাহে দুইবার সে চিড়িয়াখানায় যাবেই।
লিলি: দুই দিনেই পশুপ্রীতি বাড়ে?
মিলি: আর অন্য দিনগুলো যায় পার্কে।
লিলি: তো পার্কে গেলে পশুপ্রীতি কিভাবে বাড়ে?
মিলি: আরে তখন তো ওর সাথে ওই গাধাটা থাকে।

****

মরে গেলেও ওকে আমি ডাকব না
স্ত্রী পুকুরে ডুবে যাচ্ছিল। অনেক দূর থেকে এসে স্বামী দেখে প্রাণ যায় যায়। তিনি টেনে তুলে বললেন-
স্বামী: তুমি যখন পুকুরে ডুবে যাচ্ছিলে; তখন তুমি তোমার প্রতিবেশীকে ডাকোনি কেন?
স্ত্রী: কখনো না। আমি মরে গেলেও ওকে আমি ডাকব না।
স্বামী: কেন?
স্ত্রী: আমি চাই না আমার প্রাণ বাঁচিয়ে ও হিরো হয়ে যাক।

****

রাতে সূর্য দেখা যায় না কেন?
রাতের বেলা মদ খেয়ে দুই মাতাল রাস্তায় বসে গল্প করছে-
১ম জন: রাতের বেলা আমরা সূর্য দেখি না কেন?
২য় জন: দেখবি কীভাবে! রাতে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সূর্য দেখা যায়!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।