আজকের কৌতুক : প্রতিবেশীর টিনের চালে ঢিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ ডিসেম্বর ২০১৯

প্রতিবেশীর টিনের চালে ঢিল
দু’টি অতি উচ্চমানের ভদ্র ছাত্র গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল। একজন জিজ্ঞেস করলো, ‘কয়টা বাজে রে?’

এ কথা শুনে আরেকজন একটি পাথর নিয়ে প্রতিবেশীর টিনের চালে মারল। সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল, ‘হারামির দল, রাত ৩টা বাজে। এখনো ঘুমাসনি?’

****

ফেসবুকের জনপ্রিয় কবিতা!
পড়ে না চোখের পলক,
অ্যাড মি আই অ্যাম ব্লক।
দোহাই লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট,
একবার পাঠিয়ে দেখো।
আমি লাইক মারবো কমেন্ট করবো,
ঠেকাতে পারবে না কেউ!

****

গরুকে মানুষ বানানোর শিক্ষা
ছাত্র: স্যার, আমাগো গরুটারে মানুষ বানাইয়া দেন। এইটায় খাইতে চায় না। হালচাষে যাইতে চায় না। কামে নিতে গেলেই ল্যাডাইয়া পড়ে। এইটারে একটু মানুষ বানাইয়া দেন, স্যার।
শিক্ষক: বেটা বেয়াদব। আমি কি গরুর ডাক্তার, না গরুর শিক্ষক? ফাজলামির আর জায়গা পাস না। বেয়াদব কোথাকার।
ছাত্র: স্যার, আপনি না ক্লাসে আমাগোরে পিটানোর সময় কন, জীবনে আপনি বহুত গরুরে মানুষ বানাইয়া ছাড়ছেন। সেইটা চিন্তা কইরাই তো কইলাম।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।