আজকের জোকস : হাতির পায়ের বিরিয়ানি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ নভেম্বর ২০১৯

হাতির পায়ের বিরিয়ানি
এক দোকানে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। দোকানের সামনে লেখা রয়েছে, ‘এই বিরিয়ানি খান বিরিয়ানি, হাতির পায়ের বিরিয়ানি’।

তো এক লোক প্লেটে বিরিয়ানি নিয়ে তাতে হাতির পা খুঁজছেন। না পেয়ে দোকানদারকে বললেন-
লোক: কই, হাতির পা কই?
দোকানদার: আরে ভাই, এভাবে খুঁজলে তো পাবেন না। বিরিয়ানিতে হাতি পারা দিয়া চইলা গেছে।

বিজ্ঞাপন

****

বাউলকে আপনারা কী বলবেন?
এক বাউল এক দোকানে এসে দোকানদারকে বলল-
বাউল: ভাই, আমারে এক কেজি ডাউল আর এক কেজি চাউল দেন।
দোকানদার: তা দিচ্ছি। কিন্তু আপনি ডালকে ডাউল আর চালকে চাউল বলছেন কেন?
বাউল: ভাই, আমি যদি ডালকে ডাউল আর চালকে চাউল বলি, তাহলে আমার মতো বাউলকে আপনারা কী বলবেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

পোষা বিড়ালকে খাবার দেয় ইঁদুর
প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।