আজকের কৌতুক : মাতালদের মজাদার গল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০১৯

গল্প- এক
সিনেমা হল থেকে নাইট শো দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে এক মাতাল টলতে টলতে যাচ্ছে। তার এক পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটিকে রাস্তায় নামিয়ে দিলো।

মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, ‘আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।’

বিজ্ঞাপন

****

গল্প- দুই
দুই মাতালকে পুলিশ আটকিয়েছে। প্রথম মাতালকে বলল-
পুলিশ: তোমার ঠিকানা বলো।
১ম মাতাল: আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ এবার দ্বিতীয় মাতালের দিকে ফিরল-
পুলিশ: আর তোমার?
২য় মাতাল: আমি ওর উপরের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটায় থাকি।

****

গল্প- তিন
আমেরিকার কোন এক রাস্তায় দুই মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল: আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল: কিনবি মানে?
১ম মাতাল: হ্যাঁ, অবশ্যই কিনবো।
২য় মাতাল: আরে বোকা, আমি বেচলে তো কিনবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।