আজকের কৌতুক : শতশত লোক উল্টো দিকে গাড়ি চালাচ্ছে!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ অক্টোবর ২০১৯

শতশত লোক উল্টো দিকে গাড়ি চালাচ্ছে!
স্ত্রী নতুন গাড়ি চালাতে শিখেছে। তো সে গাড়ি নিয়ে বাইরে বের হয়েছে। তার স্বামী ফোন করে বলল, ‘সাবধানে গাড়ি চালাও। ট্রাফিক রেডিওতে শুনলাম, কে একজন নাকি রং সাইডে গাড়ি চালাচ্ছে।’

এ কথা শুনে স্ত্রী বলল, ‘ধুর, কিসের একজন? এখানে তো শতশত লোক উল্টো দিকে গাড়ি চালাচ্ছে!’

বিজ্ঞাপন

****

চোরের শেষ ইচ্ছা মুক্তি
গ্রামের একজন কুখ্যাত চোরকে বহুদিন পর হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হলো। পুলিশ চোরকে কোর্টে চালান করে দিলো। আদালতে বিচারক চোরকে বলছে—
জজ: তোমার শেষ ইচ্ছা কি?
চোর : মুক্তি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

প্রস্রাব পরীক্ষা করাতে এসেছি
১ম রোগী: আপনি কাঁদছেন কেন?
২য় রোগী: আমি এখানে রক্ত পরীক্ষার জন্য এসেছিলাম।
১ম রোগী: তো, আপনি কী ভয় পেয়েছেন?
২য় রোগী: না তা নয়, রক্ত পরীক্ষার সময় ওরা আমার আঙুল কেটে দিলো, এজন্য।

এ কথা শুনে ১ম রোগী ভীষণ মুষড়ে পড়লেন। তিনি আরও ভয়ঙ্করভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন। ২য় রোগী বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন-
২য় রোগী: আপনি হঠাৎ কাঁদছেন কেন?
১ম রোগী: আরে বোকা, আমি যে আমার প্রস্রাব পরীক্ষা করাতে এসেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।