আজকের জোকস : জাপানিকে বোকা বানালো বাংলাদেশি চালক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ১৯ অক্টোবর ২০১৯

জাপানিকে বোকা বানালো বাংলাদেশি চালক
এক জাপানি ভদ্রলোক এসেছেন বাংলাদেশ ভ্রমণে। বিমানবন্দর থেকে একটি ট্যাক্সিতে চড়ে বসলেন। একটু পর কোন গাড়ি পাশ কাটালেই চিৎকার করে বলে, ‘মেড ইন জাপান, ভেরি ফাস্ট!’

এভাবে একটির পর একটি গাড়ি পেছন থেকে সামনে যাচ্ছে আর জাপানি লোকটা বলছে, ‘মেড ইন জাপান, ভেরি ফাস্ট! ভেরি ফাস্ট!’

অবশেষে তারা হোটেলে পৌঁছল। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে বলল, ‘এইট হান্ড্রেড টাকা? হাউ কাম?’ এতক্ষণ চুপ থাকার পর ট্যাক্সি ড্রাইভার বলছে, ‘হা হা, ইয়ে মিটার, মেড ইন বাংলাদেশ, ভেরি ফাস্ট! ভেরি ফাস্ট!’

****

জাপানি ভদ্রলোকের কাঁঠাল কেনা
এক জাপানি ভদ্রলোক কাঁঠাল কিনতে গেল দোকানে। তখন দোকানদার বলে উঠল-
দোকানদার: আসেন, ভাই আসেন। অনেক রকম কাঁঠাল আছে। আপনি এই কাঁঠালটা নেন, মিষ্টি বেশি।
জাপানি: মিৎসুবিশি! ইজ ইট এ কার?
দোকানদার: বিশ্বাস করেন স্যার, এই কাঁঠালটা আমার।

****

কুকুরের লেজ দিয়ে লোহার পাইপ বাঁকা করার চেষ্টা
এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন রাস্তার পাশে আরেক লোক একটি লোহার পাইপের মধ্যে একটি কুকুরের লেজ ঢুকিয়ে কী যেন করছেন। তখন হেঁটে যাওয়া লোকটি বলল, ‘ভাই কষ্ট কইরা লাভ নাই। কুকুরের লেজে আপনি যা-ই করেন, ওই লেজ কখনোই সোজা হইব না।’

উত্তরে অপর লোকটি বলল, ‘আরে ভাই, বেকুব নাকি আপনি! কুকুরের লেজ সোজা করতেছি এইডা আপনারে কে কইল? আমি তো লোহার পাইপটা বাঁকা করার চেষ্টা করতেছি।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।