আজকের জোকস : রোগ ধরতে পারছেন না ডাক্তার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১২ অক্টোবর ২০১৯

রোগ ধরতে পারছেন না ডাক্তার
সমস্ত শরীরে ফোলা দাগ নিয়ে এক রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার রোগীকে দেখে কোন রোগই ধরতে পারলেন না। অবশেষে নিজের অক্ষমতা ঢাকতে বললেন-
ডাক্তার: এই রোগ কি আপনার আগেও হয়েছিল?
রোগী: জ্বি, আগে একবার হয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব এটা আমার কী রোগ?
ডাক্তার: এটা আপনার আগের সেই রোগ।

****

মেসেজ এলেই ফোন বন্ধ হয়ে যায়
বাবলু: জানিস, আজ আমার মোবাইল ফোনে অদ্ভুত একটি মেসেজ এসেছে। আর সঙ্গে সঙ্গেই মোবাইলটি বন্ধ হয়ে গেছে।
বল্টু: বলিস কী রে! মেসেজে কী লেখা ছিল?
বাবলু: ব্যাটারি লো।
বল্টু: বলিস কী? মেসেজটা তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দে। আমি ওই মেসেজ সবাইকে পাঠিয়ে সবার মোবাইল ফোন বন্ধ করে দেব।

****

বিমানের পাইলট যখন পাগল
২১২ জন যাত্রী নিয়ে জেট বিমানটি ৩৫ হাজার ফুট উপরে। হঠাৎ বিমানের পাইলট অট্টহাসি দিতে লাগল। মাইক্রোফোনে সে হাসি শোনা গেল। দ্রুত ককপিটে গিয়ে এক যাত্রী জানতে চাইল-
যাত্রী: এমনভাবে কেন হাসছেন?
ক্যাপ্টেন: আমি ভাবছি, সবাই কী ভাববে, যখন পাগলাগারদের ডাক্তার, নার্স, পাহাদার টের পাবে পাবে যে আমি পালিয়ে এসেছি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।