আজকের কৌতুক : উকিলের প্রশ্নের চার্জ দশ হাজার টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ১০ অক্টোবর ২০১৯

উকিলের প্রশ্নের চার্জ দশ হাজার টাকা
বিখ্যাত উকিলের কাছে এক নতুন মক্কেল এসেছেন। ভয়ে ভয়ে মক্কেল জিজ্ঞেস করলেন-
মক্কেল: যদি কিছু মনে না করেন, আপনার ফি কত?
উকিল: প্রতি তিনটি প্রশ্নের উত্তরে আমি ১০ হাজার টাকা চার্জ করি।
মক্কেল: ওরে বাবা! সেটা কি একটু বেশি নয়?
উকিল: তা একটু বেশি। এবার বলুন, আপনার তৃতীয় প্রশ্নটা কী?

****

একটি সিলেটি মজার গল্প
এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে-
শিক্ষক: বল তো, হর্স বাংলা কী?
ছাত্র: গুরা।
শিক্ষক: তাহলে টার্ন বাংলা কী?
ছাত্র: গুরা।
শিক্ষক: আচ্ছা, তাহলে পাউডার বাংলা কী?
ছাত্র: গুরা।
শিক্ষক: সব কিছুই কি গুরা নাকি?
ছাত্র: না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষটা গুরা গুরা।

****

চায়ের সঙ্গে দুধ মেশালে যে রং হয়
ক্রেতা: এই যে ভাই, এদিকে আসেন।
দোকানদার: কী চাই?
ক্রেতা: চায়ের সঙ্গে দুধ মেশালে যে রং হয়, সে রঙের টাই আছে?
দোকানদার: চিনিসহ না চিনি ছাড়া?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।