আজকের কৌতুক : মেয়ের ডেলিভারির জন্য কল সেন্টারে ফোন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

মেয়ের ডেলিভারির জন্য কল সেন্টারে ফোন
মোবাইল কোম্পানির কল সেন্টারে এক মেয়ে কাস্টমার ফোন করেছেন-
কল সেন্টার: হ্যালো ম্যাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
মেয়ে: ভাইয়া, আমার না ডেলিভারি হচ্ছে না।
কল সেন্টার: ও! তা ম্যাম, আপনার বাসায় কি ব্যাপারটা জানে?
মেয়ে: আপনি খুব দুষ্টু! আমার তো এসএমএস ডেলিভারি হচ্ছে না।

****

বিজ্ঞাপন

সুন্দরী নারীকে সতর্ক করলো মাতাল
এক সুন্দরী নারী রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তার পা ব্যথা হয়ে গেছে। তিনি একটা বস্তা দেখে সেটার ওপর বসতে গেলেন।

বস্তার পাশেই বসা ছিল এক মাতাল। তিনি বললেন-
মাতাল: এক্সকিউজ মি ম্যাডাম, এই বস্তার ওপর বসবেন না প্লিজ।
নারী: বসলে কী সমস্যা ভাই?
মাতাল: বসলে মূল্যবান জিনিসটা নষ্ট হয়ে যাবে।
নারী: কী এমন মূল্যবান জিনিস আছে বস্তায়?
মাতাল: না মানে পেরেক আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

নারীর পোর্ট্রেট আঁকছে চিত্রশিল্পী
এক নারী তার একটি পোর্ট্রেট আঁকতে দিলো এক চিত্রশিল্পীকে-
নারী: আমার ছবিটার গলায় খুব দামি কিছু গহনা এঁকে দেবেন।
শিল্পী: কেন?
নারী: আমার মৃত্যুর পর আমার স্বামী যদি আবার বিয়ে করে, তখন তার দ্বিতীয় স্ত্রী যেন এ ছবি দেখে তার জীবন বরবাদ করে দেয়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।