আজকের কৌতুক : বিদ্যুৎ না থাকায় প্রাইভেট টিউটরের কাণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

বিদ্যুৎ না থাকায় প্রাইভেট টিউটরের কাণ্ড
ছোট মেয়ে তার মাকে বলছে–
মেয়ে: জানো মা, আপু না অন্ধকারেও দেখতে পায়।
মা: কেমন করে বুঝলি?
মেয়ে: আজ প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় যখন কারেন্ট চলে গেল; তখন আপু না আমার স্যারকে বলছে, ‘এই তুমি আজ সেভ কর নাই ক্যান?’

****

সিগারেটের ফিল্টারটা কার?
এক উইং কমান্ডার এলেন বিমান ঘাঁটি পরিদর্শনে। টেক অফ জোনে তিনি দেখতে পেলেন একটা আধখাওয়া সিগারেটের ফিল্টার ঝকঝকে মেঝেতে পড়ে আছে। ভীষণ দৃষ্টিকটু লাগলো তার কাছে। সেটা তুলে নিয়ে বললেন–
কমান্ডার: এই সিগারেটের ফিল্টারটা কার?
অফিসার: কারো না স্যার। আপনার ইচ্ছা হলে নির্ভয়ে খেতে পারেন।

****

মেয়েদের নিঃশ্বাসে ছেলেরা মরতে পারে
নতুন প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে–
মেয়ে: আমার একেকটা নিঃশ্বাসের জন্য একেকটা ছেলে মরতে পারে।
ছেলে: তাইলে ভালো টুথ পেস্ট দিয়া দাঁত মাজলেই পারো।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।